Alexa
ঢাকা, শুক্রবার, ১৫ বৈশাখ ১৪২৪, ২৮ এপ্রিল ২০১৭
bangla news
symphony mobile

ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১৫ ৮:৩১:১২ পিএম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

ঢাকা: ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের ৬শ’তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের জন্য ২ কোটি এবং বাকি ১৮ কোটি টাকা সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
 
অভিহিত মূল্য ১০ টাকা দরে প্রতিটি ইউনিট ইস্যু করা হবে। বে-মেয়াদি ফান্ডটি নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের কাছে ইউনিট বিক্রি করতে পারবে।
 
ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
 
এদিকে ট্রাস্টির আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের অবসায়ন অনুমোদন দিয়েছে বিএসইসি। ফান্ডটির ১০ বছর পূর্ণ হবে আগামী ২০ মার্চ।
 
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

You May Like..