[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অগ্রহায়ণ ১৪২৪, ২৩ নভেম্বর ২০১৭

bangla news

ব্যাংক খাতের উত্থানে সূচক বৃদ্ধির ধারা অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১৫ ৪:২৩:৪৪ পিএম
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

ঢাকা: সোমবার সূচক পতনের পর টানা দু্ই কার্যদিবস পুঁজিবাজারে সূচক বেড়েছে। ব্যাংক খাতের শেয়ারের দাম বৃদ্ধির ফলে দিনভর সূচকের ওঠানামা শেষে বুধবার (১৫ মার্চ) দেশের উভয় বাজারে সূচক বেড়েছে।

এদিন ব্যাংক খাতের ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩ পয়েন্ট। এর আগের দিন মঙ্গলবার বেড়েছিলো ২২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১১ পয়েন্ট। এর আগের দিন বেড়েছিলো ৩৭ পয়েন্ট।

তার আগের দিন সোমবার উভয় বাজারে সূচক পতন হয়েছিলো। তবে তার আগের টানা পাঁচ কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছিলো।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩৪ কোটি ০৭ লাখ ৪৮ হাজার ৫৬৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬৪ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১ কোটি টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮৪ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫১ পয়েন্ট এবং শরীয়াহ্ সূচক ০ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ৬০৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৯৩৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬২ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৭৪ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৯টি, কমেছে ১১৬টি এবং ৩৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএফআই/এসআরএস/ আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa