[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অগ্রহায়ণ ১৪২৪, ২৩ নভেম্বর ২০১৭

bangla news

পাঁচ কার্যদিবস পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১৩ ৩:২২:২৭ পিএম
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস সূচক বৃদ্ধির পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ মার্চ) সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। 

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেন, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

বাজারের এ অবস্থাকে মূল্য সংশোধন বলছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, উত্থানের পর দরপতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়া।
ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ৩৩ কোটি ৮২ লাখ ২১ হাজার ১১৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১ কোটি টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ১ হাজার ২৮৫ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১২৭ কোটি ৫৬ লাখ ৪ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫৯ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ২ হাজার ৪৩ পয়েন্ট এবং শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৩টি, কমেছে ১৫৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৮ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১০ হাজার ৬৪০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৭৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ৩১৬ টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টি, কমেছে ১৩২টি এবং ২৯ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa