ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গালফ ফুড ফেয়ারে ৫০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেলো প্রাণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
গালফ ফুড ফেয়ারে ৫০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেলো প্রাণ গালফ ফুড ফেয়ারে প্রাণের স্টল

ঢাকা: বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুডে অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বিশ্বের ৯৯টি দেশের ৪ হাজার দু’শ’র বেশি প্রতিষ্ঠান পণ্য প্রদর্শন করে।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ অনুষ্ঠিত মেলায় ৫০ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ।

এ বছর দু’টি স্টলে তিন শতাধিক পণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। ২০১৩ সাল থেকে ধারাবাহিক মেলায় অংশ নিয়ে আসছে প্রাণ গ্রুপ।  

প্রাণ-এর রপ্তানি বিভাগের প্রধান মিজানুর রহমান জানান, গালফ ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেয়। মেলায় প্রাণ পণ্যে দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ ও সাড়া পেয়েছেন বলেও জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।