ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পাঁচ কার্যদিবস পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
পাঁচ কার্যদিবস পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস পতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৬ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি এদিন উভয় বাজারে বেড়েছে লেনদেন, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ২৫ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৩০৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬১ কোটি ৮ লাখ ২৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৪ কোটি ৪৮ লাখ ১৪ হাজার টাকা। তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৩০ কোটি ৪৪ লাখ ৩৩ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭২টি, কমেছে ১০৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৯ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৯৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৪কোটি ৭১ লাখ ৩ হাজার ৭৫৩ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার ৭৯৭ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৩টি, কমেছে ৮৫টি এবং ৩২ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমএফআই/এসএচই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।