ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সপ্তাহজুড়ে কমেছে সূচক, বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
সপ্তাহজুড়ে কমেছে সূচক, বেড়েছে লেনদেন

ঢাকা: একদিন সূচকের উত্থান আর বাকি চার কার্যদিবস স‍ূচকের নিন্মমুখী প্রবণতায় আরও একটি সপ্ত‍াহ পার করলো দেশের পুঁজিবাজার। আলোচিত এ সপ্তাহে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, ২৬ ফেব্রুয়ারি (রোববার) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনেদেন হয়। এদিন সূচক বেড়েছিলো ১০ পয়েন্ট।

তবে এরপর (২৭ ফেব্রুয়ারি থেকে ১মার্চ) টানা চার কার্যদিবস সূচক পতনের ধারায় লেনদেন হয়।
 
ফলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ডিএসই’র প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৩৮ দশমিক ৫৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ২১ পয়েন্ট এবং ডিএসইএস সূচক আগের সপ্তাহের চেয়ে ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৩৫৮ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৪৮ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৫ হাজার ১৭৩ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৭৫৬ টাকার। যা আগের সপ্তাহের চেয়ে ১৮৫ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ২৯২ টাকার বেশি। য‍া শতাংশের হিসেবে ৩ দশমিক ৫৮ শতাংশ বেশি।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টি, কমেছে ১৯৬টি ও অপরিবর্তিত ছিলো ২৩টি শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৪০ কোটি টাকার। সিএসইর প্রধান সূচক ৭২ পয়েন্ট কমে ১০ হাজার ৪৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টি, কমেছে ১৮৬টি এবং অপরিবর্তিত ছিলো ১৫ কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এমএফআই/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।