ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

ডিএসইতে টানা তিনদিন সূচক পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
ডিএসইতে টানা তিনদিন সূচক পতন

ঢাকা: বুধবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

গত দু্মই কার্যদিবসও সূচকের পতন হয়েছে। মার্চ মাসের প্রথম কার্যদিবস বুধবার দিনভর সূচকের ওঠানামা শেষে ডিএসই সূচক কমেছে ১৫ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট।

সূচকের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেন, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ২৬ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৫০২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬১ কোটি ১৯ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৫২ কোটি ৪৪ লাখ টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯৭ দশমিক ২১ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার২১ পয়েন্টে। তবে ডিএসইএস শরীয়াহ্ সূচক ০ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১০ হাজার ৫২৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৭ লাখ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৪৫টির এবং ২৯ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।