ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

উভয় বাজারে সূচকের পতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
উভয় বাজারে সূচকের পতন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন। দিনশেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৫২ কোটি ৪৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১৩২ কোটি ১৪ লাখ টাকা বেশি। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ পয়েন্টে।

আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫ পয়েন্টে।
 
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ২৩৯টির, দর কমেছে ১৩৬টির, অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
 
দিনশেষে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সলভো কেমিক্যাল লিমিটেড। এ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৩২ শতাংশ। শেয়ারের সর্বশেষ দর ছিল ২২ টাকা।

অপরদিকে টপটেন লুজারের শীর্ষে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। তাদের শেয়ার দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৩ দশমিক ৯৪ শতাংশ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে শেষ হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন। দিনশেষে লেনদেন হয়েছে ৯৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার।
 
দিনশেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।