ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

খুলনা সোনালী ব্যাংকের জিএমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
খুলনা সোনালী ব্যাংকের জিএমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: সোনালী ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপনা পরিচালকসহ (জিএম) পাঁচজনের বিরুদ্ধে ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার টাকার দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খান শাহজাহান আলী থানায় খুলনা কার্যালয়ের দুদকের উপ-পরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার প্রধান আসামি সোনালী জুটস মিলস লিমিটেডের চেয়ারম্যান এস এম ইমদাদুল হোসেন বুলবুল।

মামলার অপর আসামিরা হলেন- খুলনা সোনালী ব্যাংক শাখার জিএম নেপাল চন্দ্র সাহা, সহকারী অফিসার কাজী হাবিবুর রহমান, সিনিয়র প্রিন্সিপল অফিসার (এসপিও) তৈয়েবুর রহমান ও প্রাক্তন কর্মকর্তা সুমীর কুমার দেবণাথ।

খুলনা শাখার সোনালী ব্যাংক থেকে সুদে-আসলে বিভিন্ন সময় তারা ওই টাকা ঋণ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসজে/আরআর/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।