ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ ফেব্রুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৬৬ পয়েন্ট। এর ফলে টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়লো।

সূচকের পাশাপাশি এদিন উভয় বাজারে বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার।

ডিএসই’র তথ্য মতে, রোববার (১২ ফেব্রুয়ারি) ডিএসইতে ২৬ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৫২৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬৬ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার টাকা।

এর আগে কার্যদিবসে (০৯ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিলো ৯১৩ কোটি টাকা এবং তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৯৮ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪৬ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৬ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৭০টির এবং ১৯ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এমএফআই/এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad