ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

১৩ কার্যদিবসে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে সাড়ে ১৭ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
১৩ কার্যদিবসে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে সাড়ে ১৭ টাকা

ঢাকা: গত ১৩ কার্যদিবসে সাড়ে ১৭ টাকা দাম বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারের। টানা ছয় বছর পর ব্যাংকটির পরিচালনা-পরিষদে পরিবর্তনের ফলে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারের ঝুঁকছেন।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ তথ্য মতে, ১০ জানুয়ারি প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিলো ৩০ টাকা ১ পয়সা। তা থেকে বেড়ে ২৬ জানুয়ারিতে দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৫০ টাকায়।

অর্থাৎ ১৩ কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ১৭ দশমিক ৪৯ টাকা।

১৯৮৫ সালে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে এখন ৫৭ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে। উদ্যোক্তা-পরিচালকদের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২২ দশমিক ৬ শতাংশ, বিদেশি শেয়ারধারীদের হাতে রয়েছে ১১ দশমিক ১১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯ দশমিক ৭ শতাংশ শেয়ার। ব্যাংকটির বর্তমানে রিজার্ভ রয়েছে ১ হাজার ১৪৯ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩২০টাকা।

ব্যাংক খাতে সর্ববৃহ‍ৎ ব্যাংকটি সর্বশেষ ৫ বছরে শেয়ারহোল্ডারদের যথাক্রমে ২০ শতাংশ নগদ, ১০,১৭, ২৫ এবং ৩৫ শতাংশ হারে বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। ফলে গ্রাহকদের পাশাপাশি এখন বিনিয়োগকারীরা ব্যাংকের শেয়ারের বিনিয়োগ করছেন।

কোম্পানি সূত্রে জানা গেছে, জানুয়ারির প্রথম সপ্তাহে ব্যাংকটির পরিচালনা-পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আরাস্তু খান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আবদুল হামিদ মিঞা। তারা উভয়ে ইসলামী শরীয়াহ অনুসরণ করে গ্রাহক সেবা অব্যাহত রাখার চেষ্টা করছেন। একই সঙ্গে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার দলীয় কার্যক্রমের বাইরে রেখে পেশাদারিত্বের মাধ্যমে সমালোচনার ঊর্ধ্বে থাকার লক্ষ্য নিয়ে কাজ করছে পরিচালনা পরিষদ। এতে কর্মকর্তাদের মধ্যে নতুন প্রত্যাশা বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।