ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

ব্যাপক উত্থানের দিনে ডিএসইতে সূচক বেড়েছে ৮০ পয়েন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ব্যাপক উত্থানের দিনে ডিএসইতে সূচক বেড়েছে ৮০ পয়েন্ট

ঢাকা: আগের দিনগুলোর ধারাবাহিতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (জানুয়ারি ১৫) দেশের পুঁজিবাজারে ব্যাপক উত্থান হয়েছে। দিনভর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষে এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৮০ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫৮ পয়েন্ট। পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে উভয় বাজারে টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়লো।

ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ৫৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৫০৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার ৬৫৯ কোটি ৮ লাখ ৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫১৬ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৭০৪ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার টাকা।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৪ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ৯৯টির এবং আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার।
 
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫৭ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ১০৬ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৮২৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ১৪৮ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬ কোটি ৯৫ লাখ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ৭৩টির এবং ১৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।