ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এমজেএলের লেনদেন রোববার শুরু হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ২২, ২০১১
এমজেএলের লেনদেন রোববার শুরু হচ্ছে

ঢাকা: অবশেষে রোববার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মুবিল যমুনা বাংলাদেশ লিমিটেডের (এমজেএল) লেনদেন শুরু হবে।

এ লক্ষ্যে বুধবার দুপুরে ডিএসই প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করেছে ।



ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য জানান।

এর আগে গত ১ জুন এমজেএল বাংলাদেশ লিমিটেডকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয় ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এমজেএল এর তালিকাভুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই দিন এক প্রেস ব্রিফিংয়ে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, এমজেএলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির শেয়ারের প্রস্তাবিত মূল্য ১৫২ টাকা ৪০ পয়সার স্থলে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ক্ষেত্রে বাকি ৩৭টাকা ৪০ পয়সা প্রাথমিক বিনিয়োগকারীদের রিফান্ড ওয়ারেন্ট প্রদান করতে হবে।

এর পরিপ্রেক্ষিতে সভায় বিনিয়োগকারীদের বৃহত স্বার্থে ডিএসইর পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটি তালিকাভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইতিমধ্যে বিনিয়োগকারীদেরকে ৩৭ টাকা ৪০ পয়সা রিফান্ড প্রদান সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে রোববার তালিকাভুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।