ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মানিকগঞ্জে ব্র্যাক ব্যাংকের প্রথম সৌরবিদ্যুৎভিত্তিক শাখা চালু

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১১
মানিকগঞ্জে ব্র্যাক ব্যাংকের প্রথম সৌরবিদ্যুৎভিত্তিক শাখা চালু

ঢাকা: ব্র্যাক ব্যাংক আধুনিক সেবা নিয়ে এবার এলো মানিকগঞ্জে। ব্র্যাক ব্যাংকের প্রথম শাখা হিসেবে এ শাখায় বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে।



ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান মঙ্গলবার মানিকগঞ্জের শহীদ রফিক সড়কে এ নতুন শাখার উদ্বোধন করেন।

এই নতুন শাখার উদ্বোধনের ফলে এসএমই/কৃষি শাখা ও এসএমই সার্ভিস সেন্টার-সহ ব্র্যাক ব্যাংকের মোট শাখার সংখ্যা হলো ১৫১।

এ উপলক্ষে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘সর্বোকৃষ্ট ব্যাংকিং সেবা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশব্যাপী শাখা সম্প্রসারণ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। পরিবেশের প্রতি ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির অংশ হিসেবে এ শাখায় সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। দেশব্যাপী সকল এসএমই ইউনিট অফিসে সোলার প্যানেল স্থাপনের কাজ শুরু হয়েছে। ’

মানিকগঞ্জ শাখাটি শহরের শহীদ রফিক সড়কের চাঁদনী মার্কেটে, হোল্ডিং নং- ১৯৪ এ অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।