ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

একনেকে ৫১২৪ কোটি টাকার ৭টি প্রকল্প অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১১
একনেকে ৫১২৪ কোটি টাকার ৭টি প্রকল্প অনুমোদন

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভায় (একনেক) ৫ হাজার ১২৪ কোটি টাকা ব্যয় সম্বলিত সাতটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ১ হাজার ৬৫৬ কোটি টাকা।

বাকি ৩ হাজার ৪৬৮ কোটি টাকা আসবে প্রকল্প সাহায্য থেকে।

মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পগুলো অনুমোদিত হয়।

প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হলো ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প’। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৫৮ কোটি টাকা। এর মধ্যে ৭৫০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার, বাকি ১হাজার ৮০৮ কোটি টাকা আসবে প্রকল্প সাহায্য থেকে।

অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- রেলপথ বিভাগের ‘কনস্ট্রাকশন অব ডাবল লাইন বিটুইন টঙ্গি অ্যান্ড ভৈরব বাজার ইনক্লুডিং সিগনালিং (প্রথম সংশোধিত) প্রকল্প (ব্যয় ২হাজার ৩৭ কোটি টাকা), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘গবাদি পশুপালন এবং বায়োগ্যাস বোতলজাতকরণের মাধ্যমে দারিদ্র বিবোচনমূলক প্রায়োগিক গবেষণা (সংশোধিত) প্রকল্প (ব্যয় ৫২ কোটি টাকা), পরিবেশ ও বণ মন্ত্রণালয়ের ‘স্ট্রেংথেনিং রিজিওনাল কো- অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রটেকশন প্রকল্প (ব্যয়  ২৭৬ কোটি টাকা), কৃষি মন্ত্রণালয়ের ‘কুড়িগ্রামে সমন্বিত বীজ হিমাগার স্থাপন প্রকল্প (ব্যয় ৩৩ কোটি টাকা), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘কনস্ট্রাকশন অব ১৪ স্টোরিড বিল্ডিং উইথ থ্রি বেসমেন্টস ফর হেড অফিস অব বোর্ড অব ইনভেস্টমেন্ট (বিওআই) অ্যাট শেরেবাংলানগর, ঢাকা প্রকল্প (ব্যয় ৯৮ কোটি টাকা) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কনস্ট্রাকশন অব ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশন মনিটরিং সেন্টার (সংশোধিত) প্রকল্প (ব্যয় ৭০ কোটি টাকা)।

‘গবাদি পশুপালন এবং বায়োগ্যাস বোতলজাতকরণের মাধ্যমে দারিদ্র বিবোচনমূলক প্রায়োগিক গবেষণা, ‘কনস্ট্রাকশন অব ১৪ স্টোরিড বিল্ডিং উইথ থ্রি বেসমেন্টস ফর হেড অফিস অব বোর্ড অব ইনভেস্টমেন্ট (বিওআই) অ্যাট শেরেবাংলানগর, ঢাকা প্রকল্প ও ‘কনস্ট্রাকশন অব ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল এন্ড অপারেশন মনিটরিং সেন্টার (সংশোধিত) প্রকল্পটি বাস্তবায়িত হবে সম্পূর্ণ দেশিয় অর্থে।     

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।