ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে সামাজিক ব্যবসায় বিনিয়োগে আগ্রহী ইইউ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ২১, ২০১১
বাংলাদেশে সামাজিক ব্যবসায় বিনিয়োগে আগ্রহী ইইউ

ঢাকা: বাংলাদেশে সামাজিক ব্যবসা খাতে ৩০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে জার্মানির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর নেতৃত্বাধীন ইইউর একটি প্রতিনিধি দল বৈঠক করার সময় এ আগ্রহের কথা জানায়।



এদিন দুপুরে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহ প্রকাশ করলেও এ ধারণাটা একেবারেই নতুন। এ সংক্রান্ত কোনও আইন-কানুনও নেই। ’

তিনি বলেন, ‘সামাজিক খাতে ব্যবসা করতে হলে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে শেয়ার মার্কেটে যেতে হবে। কিন্তু তারা পুঁজিবাজারে যেতে আগ্রহী নয়। ’

বৈঠকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তাদের কাছে তুলে ধরে মন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান।

এদিকে বৈঠকে প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা রক্ষণশীল। আইন-কানুন না থাকায় বিনিয়োগের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই এগিয়ে আসতে পারছে না।

তাই রক্ষণশীল দশা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা।


বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad