ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

টানা দরপতনে ডিএসইতে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ২০, ২০১১
টানা দরপতনে ডিএসইতে বিক্ষোভ

ঢাকা: অব্যাহত দরপতনের কারণে সোমবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) মূল ফটকে আবারও বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা।  

দুপুর ২টা ১০মিনিটের দিকে ব্রোকারেজ হাউজ ছেড়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন।



এ সময় বিনিয়োগকারীরা `জ্বালো জ্বালো/আগুন জ্বালো` স্লোগান দিয়ে অর্থমন্ত্রীসহ এসইসি ও ডিএসইর সভাপতির পদত্যাগ দাবি করেন।

এদিকে দুপুর সোয়া ২টার দিকে ডিএসইতে পরিদর্শনে এসেছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনসহ অন্য তিন সদস্য।

বর্তমানে ডিএসইর নেতাদের সঙ্গে তারা বৈঠক করছেন। জানা গেছে, বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা এ বৈঠক করছেন।

এসইসির চেয়ারম্যান পদে যোগদানের পর আজই প্রথম ডিএসইতে এলেন এম খায়রুল হোসেন এবং অন্য সদস্য আমজাদ হোসেন, আরিফ খান ও হেলাল উদ্দিন নিজামী।

বিক্ষোভরত বিনিয়োগকারীদের ঘিরে রেখেছে পুলিশ। তবে মতিঝিলের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময় : ১৪৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।