ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

২৫ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ এক্সপো বাণিজ্য মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুন ২০, ২০১১
২৫ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ এক্সপো বাণিজ্য মেলা

ঢাকা: আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের নিউয়র্ক শহরের কুইন্স প্যালেসে শুরু হচ্ছে বাংলাদেশ এক্সপো বাণিজ্য মেলা। মেলা চলবে ২৯ জুলাই পর্যন্ত।



সোমবার সকালে সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক প্রতিষ্ঠান ভি কেয়ারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিকে বিভিন্ন দেশের সঙ্গে পরিচিয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের কাছে দেশের ভাবমূর্তি তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হচ্ছে।

মেলায় তৈরি পোশাক প্রস্তুতকারক, ডেভেলপার, কুটির শিল্প এবং চামড়াজাত দ্রব্য রপ্তানিকারক বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিনিধিসহ মোট ৪০ টি প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক দল অংশ নিচ্ছে।

প্রথমবারের মতো দেশের বাইরে এ ধরনের মেলা আয়োজন করা হচ্ছে বলেও জানায় ভি কেয়ার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ভি কেয়ারের চেয়ারপারসন আয়াশা সিদ্দিকা বিথী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য এম এ বাতেন, ভি কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর জেমস জোসেফ ভি সিলভা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।