ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগের জন্য ভারতের চেয়েও বেশি সুবিধা দিচ্ছে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ৮, ২০১১
বিনিয়োগের জন্য ভারতের চেয়েও বেশি সুবিধা দিচ্ছে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, ‘বাংলাদেশ বিনিয়োগের জন্য ভারতের চেয়েও বেশি সুবিধা দিচ্ছে। এ কারণে এ দেশ থেকে কোনো বিনিয়োগকারী চলে যায় না।



ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের সুবিধা গ্রহণ করে বেশি করে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

রোববার মন্ত্রণালয়ের সভা কক্ষে ভারতীয় এক বাণিজ প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।

এ সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে বাণিজ্যিক বাধা দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও বলেন, ‘ভারতীয় বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করে এ অঞ্চলের চাহিদা মিটিয়েও ইউরোপে কোটামুক্ত রপ্তানির সুযোগ গ্রহণ করতে পারে। ’

মন্ত্রী প্রতিনিধিদের বেশি করে তৈরি পোশাক, ওষুধ, সিমেন্ট ও পাটজাত পণ্য ক্রয়ের আহ্বান জানান।

নিটল নিলয় গ্রুপের স্পেশাল অ্যাডভাইজার শ্যামল গুপ্তের নেতৃত্বে ২৪ সদস্যের এক প্রতিনিধিদল এসময় উপস্থিত ছিলেন।

শ্যামল গুপ্ত বলেন, ‘শিগগিরই বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে ভারতে বাণিজ্য মেলার আয়োজন করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।