ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এবি ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্স-এর লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ৮, ২০১১

ঢাকা:  ব্যাংকিং খাতের এবি ব্যাংক ও বীমা খাতের প্রগতি ইন্স্যুরেন্স গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য শেয়ারহোল্ডারদের  ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ট) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১৩ জুলাই বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ ব্যাংকের বার্ষিক  সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে।

প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে,  গত অর্থবছরে কর পরিশোধের পর ব্যাংকটির মুনাফা হয়েছে ৩৯৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা।
এছাড়া শেয়ার প্রতি আয় হয় ১২৪.৪৭ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য ৪৪১.৩৬ টাকা।

অন্যদিকে প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২০ জুন এ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।  
এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৮ মে।

গত অর্থবছরে  প্রগতি ইন্স্যুরেন্স’র শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৩.৭৭ টাকা ও শেয়ার প্রতি সম্পদ মূল্য ৪৯৮ টাকা।

বাংলাদেশ সময় : ১৩৪৮ ঘণ্টা, মে ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।