ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারবাজারে আবার অস্বাভাবিক দরপতন, শান্তিপূর্ণ বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মে ৮, ২০১১
শেয়ারবাজারে আবার অস্বাভাবিক দরপতন, শান্তিপূর্ণ বিক্ষোভ

ঢাকা: অস্বাভাবিক দরপতনের প্রতিবাদে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই বিক্ষোভ চলে।



তবে বিক্ষোভ থেমে গেলেও ডিএসই’র সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।  

সূত্র জানায়, রোববার দুপুর ১টায় ডিএসই’র সাধারণ সূচক ২২৩ পয়েন্টে নেমে গেলে বিক্ষোভে ফেটে পড়েন তারা। মিছিল নিয়ে তারা দলে দলে রাস্তায় নেমে আসেন।  

এসময় তারা ‘প্লিজ শ্যুট আস’ (প্লিজ, আমাদের গুলি করো) লেখা ফেস্টুন বুকে এঁটে বিক্ষোভ করতে থাকেন। ডিএসই’র মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীরা ‘মার্কেট ভালো করো, নইলে গুলি করো’ বলে মুহুর্মুহু সেøাগান দেন। এসময় বিপুল সংখ্যক পুলিশ তাদের ঘিরে সতর্ক অবস্থান নেয়।

পরে বিক্ষোভকারীদের একটি মিছিল ডিএসই থেকে শুরু হয়ে পানি উন্নয়ন বোর্ড হয়ে আবার ডিএসই’র সামনে গিয়ে শেষ হয়।  

তবে তারা কোনো ভাংচুর বা উস্কানিমূলক আচরণ করেন নি। রাস্তায় যানবাহন চলাচলও স্বাভাবিক ছিল।

বেলা ৩টায় দিনের লেনদেন শেষ হওয়ার পর ধীরে ধীরে স্থিমিত হয়ে আসে বিক্ষোভ।  

এদিন ডিএসসির ২৩৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। পাঁচটি কোম্পানির দাম বেড়েছে আর একটির দাম অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজারে বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহবায়ক মিজানুর রশিদ চৌধুরী , বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে বলেন, ‘পুঁজিবাজার এখন এতিম হয়ে আছে। একে দেখার মেতো এখন কেউ নেই। তাই সরকারকে অনুরোধ জানাবো, ৩৩ লাখ বিনিয়োগকারীর স্বার্থরক্ষায় পুঁজিবাজারকে স্বাভাবিক করতে এগিয়ে আসুন। তা না হলে সাধারণ বিনিযোগকারীরা আমরণ অনশন কর্মসূচি দিতে বাধ্য হবে। ’

এসময় তিনি এসইসি, ডিএসই ও বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad