ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ভারতে পোশাক রপ্তানির প্রতিবন্ধকতা দূর করতে সহায়তা করবে সিআইআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ৭, ২০১১

ঢাকা: ভারতে পোশাক রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে বাংলাদেশকে সহায়তা করবে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।

দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ কথা জানা গেছে।


 
বিজিএমইএ জানায়, বর্তমানে বাংলাদেশ সফররত সিআইআই’র ২৫ সদস্যের প্রতিনিধি দলটি শুক্রবার রাতে বিজিএমইএ নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তারা এ আশ্বাস দেন।

একই সঙ্গে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পোশাক আমদানির বিষয়ে ভারতীয় পোশাক ব্যবসায়ীদের আগ্রহের কথাও উল্লেখ করেন তারা।

সাক্ষাৎকালে সিআইআই প্রতিনিধিদলের সদস্যরা ‘ভারতের বাজারে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের তৈরি পোশাকের যথেষ্ট চাহিদা’র কথা উল্লেখ করেন।

পাশাপাশি ভারতে বাংলাদেশি পোশাকের স্থায়ী শো-রুম স্থাপন এবং যৌথ উদ্যোগে পোশাক কারখানা স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন বলে জানায় বিজিএমইএ।

বৈঠকে সিআইআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টাটার বিশেষ উপদেষ্টা শ্যামল গুপ্ত।

এ সময় বিজিএমইএ সভাপতি মোহাম্মদ সফিউল ইসলাম মহিউদ্দিন ও সহ-সভাপতি ফারুক হাসানসহ সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।    

বৈঠকে বিজিএমইএ’র পক্ষ থেকে ‘ভারতে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ আরও বাড়ানো’র ওপর গুরুত্বারোপ করা হয়।

বলা হয়, ‘ভারতের বাণিজ্যমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফরকালে ভারতে বাংলাদেশি তৈরি পোশাকের শুল্কমুক্ত রপ্তানির পরিমাণ ৮০ লাখ পিসের স্থলে ১ কোটি পিস করা হয়েছে বলে জানিয়েছেন। কিন্তু এটা খুব বেশি নয়’।
 
উল্লেখ্য, গত ২০১০ সালে বাংলাদেশ ১ হাজার ৪৮৬ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। এর মধ্যে ভারতে রপ্তানির পরিমাণ ১ শতাংশেরও কম।
 
বিজিএমইএ জানায়, আগামীকাল রোববার সিআইআই’র সঙ্গে বিজিএমইএ’র দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad