ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এক বছরে এয়ারটেলের রাজস্ব আয় ১৩৩২ কোটি ডলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ৬, ২০১১
এক বছরে এয়ারটেলের রাজস্ব আয় ১৩৩২ কোটি ডলার

ঢাকা: বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল লিমিটেড গত অর্থবছরে (এপ্রিল ’১০ - মার্চ ’১১) ১ হাজার ৩৩১ কোটি ৯০ লাখ ডলার রাজস্ব আয় করেছে। আগের অর্থবছরের তুলনায় এটা ৪২ শতাংশ বেশি।



এর মধ্যে শুধু ভারত ও দক্ষিণ এশিয়ায় রাজস্ব আয় বেড়েছে ১১ শতাংশ। আগের বছর কোম্পানির রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৯২৭ কোটি ১০ লাখ ডলার।
 
শুক্রবার এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজস্ব আয় বাড়লেও এয়ারেটেলের নিট আয় আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ কমেছে।

আলোচ্য বছরে এয়ারটেলের নিট আয় দাঁড়িয়েছে ১৩৫ কোটি ৪০ লাখ ডলার। এর আগের বছর কোম্পানির নিট আয়ের পরিমাণ ছিল ১৯৮ কোটি ৯০ লাখ ডলার।
   
ভারত ও দক্ষিণ এশিয়ায় প্রতিযোগিতামূলক মূল্য পরিবর্তন, আফ্রিকায় নতুন কার্যক্রম শুরুর কারণে অপেক্ষাকৃত কম মার্জিন রাখা, নিট সুদের বহির্গমন বৃদ্ধি, পুনঃস্থাপন ক্ষতি, রি-ব্র্যান্ডিং ব্যয় এবং ভারতে স্পেকট্রাম চার্জ বৃদ্ধির কারণে পূর্ববর্তী বছরের তুলনায় গত বছর নিট আয় কমেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত বছর এয়ারটেল আফ্রিকায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং প্রথম বছরেই এখান থেকে ৯২ কোটি ৪০ লাখ ডলার রাজস্ব আয় করেছে।

বর্তমানে এশিয়া ও আফ্রিকার ১৯টি দেশে এয়ারটেলের কার্যক্রম রয়েছে।

চলতি বছরের গত মার্চ পর্যন্ত এর সর্বমোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২২ কোটি ৯ লাখ।

এয়ারটেলের সেবাসমূহের মধ্যে রয়েছে মোবাইল সেবা, ফিক্সড লাইন, ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচ ইত্যাদি।

বাংলাদেশ সময় : ১৮৪২ ঘণ্টা, মে ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।