ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে ভাটা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ৫, ২০১১
এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে ভাটা

ঢাকা: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহে ভাটা পড়েছে। চলতি অর্থবছরের (২০১০-১১) এপ্রিল মাসে মার্চ মাসের তুলনায় ১২৬ দশমিক ৮৪ কোটি টাকা কম রেমিট্যান্স এসেছে।



বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট সূত্রে জানা যায়, এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৯৭৬ দশমিক ১৪ কোটি টাকা। আর মার্চে রেমিটেন্স এসেছে ১১০২ দশমিক ৯৮ কোটি টাকা।

গত অর্থবছরের (২০০৯-১০) এপ্রিল মাসে ৯২২ দশমিক ১৬ কোটি টাকা এবং মার্চ মাসে ৯৫৬ দশমিক ৪৯ কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসী বাংলাদেশিরা।

রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার জন্য সংশ্লিষ্টরা সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সরকারবিরোধী আন্দোলনের কারণে শ্রমবাজার সংকুচিত এবং সৌদি আরব, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে শ্রমিক নেওয়া বন্ধ থাকাকে দায়ী করছেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।