ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

টাকার মধ্যে লেখালেখি না করার অনুরোধ বাংলাদেশ ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মে ৪, ২০১১
টাকার মধ্যে লেখালেখি না করার অনুরোধ বাংলাদেশ ব্যাংকের

ঢাকা: কাগুজে নোটের উপর কোনো কিছু না লেখার জন্য সর্ব সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।



সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন মূল্যমানের নোটের উপর মোবাইল নম্বরসহ বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে। টাকার ওপর এ ধরনের লেখালেখি হলে জলছাপ, অন্ধদের জন্য বিন্দু, লুকানো মুদ্রণ, ইরিডিসেন্ট স্ট্রাইপ, অসমতল ছাপা, রঙ পরিবর্তনশীল ছাপা, নিরাপত্তা সূতা, উভয় দিক হতে দৃশ্যমান ছাপা, মাইক্রো প্রিন্ট ইত্যাদি নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ বিকৃত হয়।
 
এর ফলে নোটটি জাল না আসল তা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে এবং এর স্থায়িত্বও  হ্রাস পায়। পাশাপাশি এতে নোটের বিনিময় মূল্য প্রাপ্তির বিষয়টি নোটধারীর জন্য অনিশ্চিত হয়ে পড়ে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেহেতু এ ধরনের কার্যকলাপ নোটের সৌন্দর্যহানি ঘটায় ও এর স্থায়িত্ব কমায় তাই এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে ।

বাংলাদেশ স্থানীয় সময় : ২১৩০ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।