ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চান হেলাল উদ্দীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ৪, ২০১১
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চান হেলাল উদ্দীন

ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে চান এসইসির নতুন সদস্য মোহাম্মদ হেলাল উদ্দীন নিজামী।

বুধবার দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

তিনি এসইসির সাবেক সদস্য মনসুর আলীর স্থলাভিষিক্ত হলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক হেলাল উদ্দীন দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ‘তিনটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে।   প্রথমত এসইসির ভাবমূর্তি ফিরিয়ে আনা, সরকার ও জনপ্রত্যাশা পূরণ ও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো।

এ কাজ খুবই চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে হেলাল উদ্দীন বলেন, ‘পুঁজিবাজার কারসাজি তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এসইসি পুনর্গঠনের অংশ আমি। তবে আমি মনে করি না যে কোনও ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে সার্বিক পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হবে না। ’

এছাড়া সরকার যেসব সুপারিশ ও পর্যবেক্ষণ দিয়েছে তার আলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কমিশন কাজ করবে বলে জানান তিনি।

গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

শর্ত হিসেবে বলা হয়েছে, তিনি অন্য কোনও সংস্থা বা প্রতিষ্ঠানে চাকরিরত থাকতে পারবেন না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মান এবং ফিন্যান্স বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী হেলাল উদ্দিন নিজামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময় : ১৪২৯ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।