ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এসইসির সদস্য আনিসুজ্জামানকে পদত্যাগ করতে সরকারের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মে ৪, ২০১১
এসইসির সদস্য আনিসুজ্জামানকে পদত্যাগ করতে সরকারের নির্দেশ

ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আরেক সদস্য আনিসুজ্জামানকে পদত্যাগ করতে বলেছে সরকার।

বুধবার সকাল সাড়ে ১০টায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সফিকুর রহমান পাটোয়ারি টেলিফোনে তাকে পদত্যাগের নির্দেশ দেন।



আনিসুজ্জামান বিসয়টির সত্যতা স্বীকার করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমি পদত্যাগ করবো। ’

এর আগে এসইসি সদস্য ইয়াসিন আলীকে পদত্যাগের নির্দেশ দেয় সরকার। মঙ্গলবার বিকেল চারটায় তাকে অর্থ মন্ত্রণালয়ে ডেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ মে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশে ফেরার আগেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৩৪৯ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।