ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঋণ খেলাপি হওয়ায় ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
ঋণ খেলাপি হওয়ায় ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান অপসারণ

ঢাকা: ঋণ খেলাপির হওয়ায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবেদুর রশীদ খানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং, প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক চিঠিতে তাকে অপসারণের কথা জানানো হয়।



সূত্র জানায়, চেয়ারম্যান ট্রাস্ট ব্যাংক লিমিটেড থেকে ৫১ লাখ টাকার ঋণ নিয়েছিলেন আবেদুর রশীদ। কিন্তু তা যথাসময়ে পরিশোধ করেননি তিনি। ব্যাংক কোম্পানির ১৭ ধারা অনুযায়ী এ বিষয়ে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু ঋণের টাকা ফেরত দিতে ব্যর্থ হন তিনি।

তাই সোমবার এক চিঠির মাধ্যমে তার পরিচালক পদ শূন্য করে নোটিশ পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।