ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফের ৯টি পণ্যের আমদানি-ঋণে সুদের হার নির্ধারণের তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

ঢাকা: ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় নয়টি পণ্যের আমদানি-ঋণে সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণের জন্য তফসিলি ব্যাংকগুলোকে পুনরায় তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কোনও কোনও ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সুদের চেয়ে অধিক হারে সুদ আরোপ করায় সোমবার এ সংক্রান্ত আরেকটি সার্কুলার জারি করে এ তাগিদ দেওয়া হয়।



উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে গত বছর ৬ মে নিত্য প্রয়োজনীয় ৯টি পণ্যের আমদানি-ঋণে সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক।

পণ্যগুলো হচ্ছে- ভোজ্যতেল (পরিশোধিত ও অপরিশোধিত), ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলমূল ও চিনি।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।