ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে মঙ্গলবার শুরু হচ্ছে এসএমই ফাইন্যান্সিং ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটে মঙ্গলবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী এসএমই ফাইন্যান্সিং ফেয়ার ২০১১।

বিভাগীয় পর্যায়ে প্রথমবারের মতো আয়োজিত এই মেলার উদ্ধোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।



আগামী জুনের মধ্যে পর্যায়ক্রমে দেশের ছয় বিভাগীয় শহরেও এই মেলা আয়োজন করা হবে।
 
সোমবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় সরকারি-বেসরকারি ৩২টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহন করবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ রেজওয়ানুল কবির বলেন, যেকোনো উদ্যোক্তা মেলা থেকে এসএমই প্রকল্প, ব্যাংকিং ও ঋণ সংক্রান্ত পরামর্শ এবং সরাসরি আলোচনার সুযোগ পাবেন।

এছাড়া উদ্যোক্তারা লোন প্রাপ্তির সহজ উপায়, পদ্ধতি এবং সংশ্লিøষ্ট বিষয়ে তাৎক্ষনিকভাবে সিদ্ধান্ত পাবেন।
 
মেলার উদ্বোধনী দিন দুপুর ১২টা থেকে রাত ৮টা এবং দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের মহাব্যবস্থাপক নওশাদ আলী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবসস্থাপক মোহাম্মদ শাহ আলম , এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবসস্থাপক এস এম শাহীন আনোয়ার, ব্র্যাক ব্যাংকের হেড অব কর্পোরেট এফেয়ার্স জিসান কিংশুক হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।