ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এ্যালায়েন্স সিকিউরিটিজের সিইও’র ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

ঢাকাঃ এ্যালায়েন্স সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পঙ্কজ রায়ের দায়িত্ব পালনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বাজার মূল্যের চেয়ে কম দরে শেয়ার বিক্রির বিষয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনীত অভিযোগে সিইও’র সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার এসইসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



আগামীকাল বুধবার থেকে তিনি পুনরায় দায়িত্ব পালন করতে পারবেন।

কমিশন সভা শেষে এসইসির মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, গত ২০ জানুয়ারি বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক কম দরে শেয়ার বিক্রির দায়ে অভিযুক্ত ৬ ব্রোকারেজ হাউসের কর্মকাণ্ড খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন পেশ করেছে।

মঙ্গলবার এসইসির সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা করা হয়। তদন্তে সবগুলো প্রতিষ্ঠান থেকে শেয়ার বিক্রির ক্ষেত্রে আগ্রাসী তৎপরতার প্রমাণ পাওয়া গেছে। তবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ্যালায়েন্স সিকিউরিটিজের অপরাধের মাত্রা অন্যগুলোর তুলনায় কম। তদন্তে অস্বাভাবিক কম দরে শেয়ার বিক্রির ঘটনায় এই প্রতিষ্ঠানের সিইও’র সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

এ কারণেই কমিশন এ্যালায়েন্সের সিইও পঙ্কজ রায়ের নিষেধজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের স্থানীয় সময়ঃ ১৯১৫ ঘন্টা ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।