ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে দরপতন: রাজশাহীতে বিক্ষোভ, অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

রাজশাহী: পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে রাজশাহীতে সোমবারেও বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বিক্ষোভ শেষে আয়োজিত এক সমাবেশে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।



বিনিয়োগকারীরা দুপুর দেড়টার দিকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাহেববাজার জিরো পয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদশণ করে। এ সময় রাস্তার চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মিছিল শেষে আইসিবি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দরপতনের প্রতিবাদ ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে বক্তব্য রাখেন বিনিয়োগকারী জয়নাল আবেদীন, মোহাম্মদ সেলিম, সাইফুল ইসলাম, মশিউর রহমান প্রমুখ।

এর আগে গতকাল রোববার পুঁজিবাজারে অব্যাহত দরপতন ও ঢাকায় বিনিয়োগকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে বিােভ করেন বিনিয়োগকারীরা। ওইদিন তারা রাজশাহীর ১০টি ব্রোকারেজ হাউজে তালা ঝুলিয়ে দেন। এর ফলে রাজশাহীতে পুঁজিবাজারে শেয়ার বেচাকেনা বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।