ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জনশক্তি আমদানির ব্যাপারে সৌদি সরকারের মনোভাব ইতিবাচক: বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
জনশক্তি আমদানির ব্যাপারে সৌদি সরকারের মনোভাব ইতিবাচক: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি আমদানির ব্যাপারে সৌদি সরকারের মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
 
সৌদি সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের (৪-৮ জানুয়ারি) সৌদি সফর শেষে ঢাকায় ফেরার পর সোমবার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


 
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ঠিক এই মুহূর্তে সৌদি আরবে জনশক্তি রপ্তানিতে কিছুটা সমস্যা রয়েছে। সৌদিতে কর্মরত কয়েকজন বাংলাদেশি শ্রমিকের দু’একটি ঘটনার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। ’
 
তিনি বলেন, ‘আমি সৌদি সরকারকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে, দু’এক জন শ্রমিকের ভুলের জন্য সকল বাংলাদেশি শ্রমিককে দায়ী করা ঠিক হবে না। বরং যারা ভুল করেছে আইন অনুযায়ী সৌদি সরকার তাদের বিচার করতে পারে। ’

মন্ত্রী বলেন, ‘আমি আরো বলেছি যে, বর্তমানে বাংলাদেশের প্রায় ৭০ লাখ শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার শ্রমিক বিদেশে যাচ্ছে। এসব দেশে বাংলাদেশি শ্রমিকরা সুনামের সঙ্গে কাজ করছে। ’
 
আগামীতে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানি আরো বাড়বে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো, ভিসা প্রাপ্তি সহজীকরণ ইত্যাদি নিয়েও সৌদি সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। খুব শিগগিরই বাংলাদেশের শ্রম ও জনশক্তি মন্ত্রীর সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।