ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারবাজারে রেকর্ড দরপতন: কুমিল্লায় বিক্ষোভ, পুলিশসহ আহত ১০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
শেয়ারবাজারে রেকর্ড দরপতন: কুমিল্লায় বিক্ষোভ, পুলিশসহ আহত ১০

কুমিল্লা: পুঁজিবাজারে ব্যাপক দরপতনে কুমিল্লায় বিক্ষুদ্ধ বিনিযোগকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১ রফিক আহমেদ নামে এক কনস্টেবলসহ ১০ জন আহত হয়েছেন।

আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি।



এ ঘটনায় বিক্ষোভকারীদের মধ্য থেকে ৯জনকে আটক করেছে পুলিশ।

এসময় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা শহরের ভেতরে গাড়ি ভাংচুরসহ রাস্তা অবরোধ করে।

প্রত্যদর্শীরা বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে কয়েক হাজার বিনিয়োগকারী বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করতে অগ্রসর হলে শহরের শাকতলা এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে।

একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের এক কনস্টেবলসহ ১০জন আহত হয়। পুলিশ এসময় কয়েকজনকে আটক করে।

অপরদিকে একই সময়ে কুমিল্লা জিলা স্কুলের সামনে কমার্স ব্যাকের ব্রোকারেজ হাউস থেকে কয়েক শত বিনিয়োগকারী বের হয়ে মিছিলসহ কান্দিরপাড় চত্ত্বরে জড়ো হয়। এসময় আশপাশের বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকেও বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা এসে তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন।  

পরে শহরের পূবালী চত্ত্বর এলাকায় দুপুর সোয়া ১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করে তারা। এসময় বক্তারা অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এখান থেকে পলিশ কয়েকজনকে আটক করে।

দুপুর সোয়া ১টার দিকে বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করেন।

পুলিশ জানায়, মোট ৯জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পরে তাদের ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।