ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

হঠাৎই সাংবাদিকদের পেটাতে শুরু করলো পুলিশ...

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
হঠাৎই সাংবাদিকদের পেটাতে শুরু করলো পুলিশ...

ঢাকা: ঢাকার পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের পর সোমবার সকালে বিক্ষোভ শুরু হলে বিনিয়োগকারীদের বেধড়ক লাঠিপেটা শুরু করে পুলিশ। এতে শতাধিক ব্যক্তি আহত হন।

পুলিশ এতোই বেপরোয়া হয়ে ওঠে যে এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত সাংবাদিকদের লাঠিপেটা শুরু করে।   এতে  আহত হন সাত/আট জন সাংবাদিক।  

ঘটনাস্থল থেকে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট গোলাম সামদানী জানান, কোনো ধরনের উস্কানি ছাড়াই ঠিক ১২টা ১৫ মিনিটে পুলিশ সাংবাদিকদের পেটাতে শুরু করে। এতে আমাদের অর্থনীতির মাসুদ, এবিসি রেডিওর সীমা ভৌমিক শীর্ষ নিউজের মতুর্জা, প্রথম আলোর ওয়ারিসসহ সাত-আট সাংবাদিক আহত হন।

মাসুদের অবস্থা গুরুতর। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

এছাড়াও পুলিশের লাঠিপেটায় ১০/১৫ জন বিনিয়োগকারীর  মাথা ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে।  

পুরো এলাকা জুড়ে চলছে আতঙ্কের পরিবেশ। বিনিয়োগকারীরা বিভিন্ন ভবনের ছাদে উঠে পড়েছেন। এসব ভবনের মূল ফটক আটকে রাখায় তারা রাস্তায় বের হতে পারছেন না।

সর্বশেষ খবর পর্যন্ত পুলিশ ৪/৫ জনকে আটক করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।