ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মাল্টি লেভেল কোম্পানিগুলোর জন্য নীতিমালা হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
মাল্টি লেভেল কোম্পানিগুলোর জন্য নীতিমালা হচ্ছে

ঢাকা: দেশে ব্যবসা পরিচালনাকারী মাল্টি লেভেল কোম্পানিগুলোর জন্য খুব শিগগিরই নীতিমালা ঘোষণা করা হবে। এরই মধ্যে নীতিমালা প্রণয়ণের কাজ শেষ করা হয়েছে।


 
বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মাল্টি লেভেল কোম্পানিগুলোর কার্যক্রম সম্পর্কে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। জনগণ যাতে তাদের দ্বারা প্রতারিত না হয় এবং তাদের অবৈধ কর্মকাণ্ডের সুযোগ বন্ধ করার লক্ষ্যেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ’
 
তিনি আরও বলেন, ‘বর্তমানে এসব প্রতিষ্ঠান যে আইনের আওতায় ব্যবসা পরিচালনা করছে তা স্পষ্ট নয়। এ কারণে তারা বিভিন্ন কর্মকাণ্ডের দিকে ঝুঁকছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।