ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন’-এর সমাপনী অধিবেশন শনিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইস্কান্দার আলী খান, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম, ডাইরেক্টর ডা. মো. শফিকুর রহমান, মো. আব্দুস সালাম এফসিএ, এফসিএস ও হুমায়ুন বখতিয়ার, এসিপিএএ, এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান, কাওরান বাজার শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল ইসলাম, কুষ্টিয়া শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফয়জুল কবির, চৌমুহুনী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আ.ন.ম. নাজমুল বারী, ও ছাতক শাখার ব্যবস্থাপক মো. আবু ওয়ালিদ।

সুপারিশমালা পেশ করেন ব্যাংকের লোকাল অফিস ঢাকা’র ভাইস প্রেসিডেন্ট মনিরুল আলম আল মামুন। রংপুর শাখার ভাইস প্রেসিডেন্ট মোঃ কায়ছার আলী, কক্সবাজার শাখার এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ গিয়াস কাদের অনুষ্ঠানে রংপুরের আঞ্চলিক গান গেয়ে শোনান।  

সমাপনী অধিবেশনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার, ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মুহাম্মদ দাউদ খান, অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোন প্রধান এবং ২৫১টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন।

বাংলাদেশ সময় ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।