ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইউসিবির বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
ইউসিবির বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. (ইউসিবি) এর ‘বার্ষিক ব্যবসা সম্মেলন ২০১১’ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এমএ হাসেম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী এনামুল হক, অডিট কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, পরিচালক আখতারুজ্জামান চৌধুরী, এমএ সবুর, হাজী এমএ কালাম, সাব্বির আহমেদ, শওকত আজিজ রাসেল, সাইফুজ্জামান চৌধুরী, সুলতানা রেজিয়া বেগম, শরিফ জহির, রিয়াদ জাফর চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় এমএ হাসেম বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে ইউসিবিকে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নিরলস প্রয়াস অব্যাহত রেখে ব্যাংকের প্রবৃদ্ধি জোরদার করতে হবে। ’

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম শাহজাহান ভূঁইয়া স্বাগত বক্তব্যে ব্যাংকের এক বছরের কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় তিনি শাখা পর্যায়ে ব্যাংকের সমন্বিত কর্ম প্রবাহ বহাল রেখে ব্যাংকিং খাতে ইউসিবির অবস্থানকে শক্তিশালী করার তাগিদ দেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম।

সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারা দেশের শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।