ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে বিনিয়োগকারীদের বিক্ষোভ, আইসিবিসহ ১০ ব্রোকারেজ হাউজে তালা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১

রাজশাহী: শেয়ার বাজারে অব্যাহত দরপতন ও ঢাকায় বিনিয়োগকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেছেন বিনিয়োগকারীরা।

এ সময় তারা রাজশাহীর ১০টি ব্রোকারেজ হাউজে তালা ঝুলিয়ে দেন।

এর ফলে বর্তমানে শেয়ার বাজারে কেনাবেচা বন্ধ রয়েছে। দরপতনের প্রতিবাদে রোববার দুপুর ১২টার পরে বিনিয়োগকারীরা নগরীর ব্রোকারেজ হাউজগুলোতে বেচাকেনা বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে আসেন।

একপর্যায়ে নগরীর সাহেব বাজার এলাকার আইসিবি (ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ) কার্যালয়ের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে বিুব্ধ বিনিয়োগকারীরা আইসিবি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন। এ সময় তারা দরপতনের জন্য আবারও এসইসি (সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন) সভাপতিকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন। পরে তারা শহরের সাহেববজার সড়ক থেকে কুমারপাড়া আলুপট্টি পর্যন্ত এলাকার ১০টি ব্রোকারেজ হাউজে তালা ঝুলিয়ে দেন।

বিনিয়োগকারীদের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন, মোহাম্মদ সেলিম, সাইফুল ইসলাম, মশিউর রহমান প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।