ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

১১ ডিসেম্বর কওমী জুটমিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০
১১ ডিসেম্বর কওমী জুটমিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা: দীর্ঘদিন বন্ধ থাকা সিরাজগঞ্জের কওমী জুটমিলে নতুন করে উৎপাদন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১১ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন এর উদ্বোধন করবেন।



মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদপরবর্তী এক মতবিনিময় অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী একথা জানান।

তিনি বলেন, ‘এ পাটকলটি চালু হওয়ায় এখানে পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে। এছাড়া এখন থেকে উত্তরবঙ্গের চাষীরাও পাটের ন্যায্যমূল্য পাবেন। ’

তিনি আরও বলেন, ‘খুলনার পিপলস জুটমিলও আবার উৎপাদন শুরুর জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী সময় দিলে যে কোনও দিন এটিও উদ্বোধন করা হবে। ’

মন্ত্রী জানান, চট্টগ্রাম ও খুলনার কয়েকটি বড় পাটকল পর্যায়ক্রমে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, ‘খালেদা-নিজামীর সরকার বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে আদমজী জুটমিল বন্ধ করে দেয়। অথচ একই সময়ে বিশ্বব্যাংক ভারতকে ৯টি পাটকল চালুর জন্য ৩০ মিলিয়ন ডলার সাহায্য দেয়। ’

বিশ্বব্যাংকের সঙ্গে জোট সরকারের চুক্তির কারণেই আদমজী জুটমিল চালু করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তবে এখানকার যন্ত্রপাতিসহ যাবতীয় সুবিধা কাজে লাগানো হবে। ’

ড. ইউনূসের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আবদুল লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে সরকার ও দলের পক্ষ থেকে তিনটি বক্তব্য এসেছে। এর একটি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, অন্যটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর সর্বশেষ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত। এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। ’

এদিকে, সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রি বলেন, ‘বাড়ি হারিয়ে খালেদা জিয়া এখন বাস্তুহারাদের নেত্রী। ’

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।