ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১
পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ নয়দিন ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনে বড় ধরনের হোচট খেয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রোববার ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩০৫ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ১৭৬ টাকা।

২৫ আগস্ট শেষ লেনদেনের হয়েছিল ৫৪৫ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ ২৩৯ লাখ ৩৬ হাজার টাকা কম লেনদেন হয়েছে রোববার। সেই সঙ্গে উভয় সূচকও কমেছে।

তবে বাজার শুরু হয়েছিল উর্ধ্বমূখী প্রবণতা দিয়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাজার নিম্নমুখী অবস্থা নিতে থাকে। আর বাজার শেষ হয়েছে সুচকের পতন দিয়ে। ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৮.৯১ পয়েন্ট কমে ৬১৯৩.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিকে বাজার চলাকালিন সময় সূচকের ওঠা-নামার প্রবণতা দেখা গেছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত ২১টি খাতেই দর পতন হয়েছে রোববার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট  ২৫৪ টি কো¤পানির  ৩ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৬৮৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির অভিহিত মূল্য ১০ টাকা করার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্তে ঈদের আগের দুই কর্মদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এরই ধারাবাহিকতায় রোববারও লেনদেন শুরু হয়। তবে ঈদের ছুটির পর বাজারে বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকায় বাজারে এর প্রভাব দেখা যাচ্ছে।

ডিএসই সূত্রে জানা যায়, রোববার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের ১০ মিনিটে সূচক ৪৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়। আধা ঘণ্টা শেষে সূচক আগের দিনের চেয়ে চার পয়েন্ট কমে যায়। এরপর আবারও ঊর্ধ্বমুখী হয় সূচক। এভাবেই দিনভর সূচক ওঠানামা করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৮.৯২ পয়েন্ট কমে ৬১৯৩.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে ডিএসই- ২০ মূল্য সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫.৪০ পয়েন্ট কমে ৪১৮৫.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

রোববার লেনদেনকৃত ২৫৪ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৫৬ টির কমেছে ১৮৪ টি কো¤পানির এবং অপরিবর্তিত রয়েছে  ১৪ টি কো¤পানির শেয়ারের।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো - লাফার্জ সুরমা সিমেন্ট,  তিতাস গ্যাস, বেক্সিমকো লি., স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক লি., কেয়া কসমেটিকস্, এনবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, ওয়ান ব্যাংক লি. ও এমআই সিমেন্ট।

দর বৃদ্ধির শীর্ষে ১০ কো¤পানি হলো -  ইস্টার্ন লুব্রিকেন্টস্, আইসিবি, রহিম টেক্সটাইল, লিব্রা ইনফিউশনস্, বেক্সিমকো লি., মুন্নু সিরামিকস, চিটাগাং ভেজিটেবল, মুন্নু স্টাফলার, রিলায়েন্স ইন্সু ও জুট স্পিনাস।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কো¤পানি হলো -  ডিবিএইচ ১ম মি: ফান্ড, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ১ম মি: ফান্ড, কেয়া কসমেটিকস্, মাকের্›টাইল ব্যাংক ১ম মি: ফান্ড, আইএলএফএস এল, সায়হাম টেক্সটাইল, এইচআর টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক ও সোনারগাঁও টেক্সটাইল।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।