ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারের তিনটি কোম্পানির লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি তিনটি হচ্ছে শমরিতা হাসপাতাল, জেমিনী সি ফুড ও বঙ্গজ।



বুধবার সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ বিষয়ে জানানো হয়।

শমরিতা হাসপাতালের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
 
শমরিতার পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির অর্থবছর শেষ হয়েছে গত ৩০ জুন। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে যথাক্রমে ৪৬ টাকা ৩২ পয়সা এবং ১৮৪ টাকা ৮০ পয়সা।
 
কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি।   কোম্পানির শেয়ারের রেকর্ড ডেট হচ্ছে ২৭ নভেম্বর।

জেমিনী সি ফুডের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

জেমিনী সি ফুডের পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির অর্থবছর শেষ হয়েছে গত ৩০ সেপ্টেম্বর।
 
কোম্পানি ৭০ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৫ পয়সা।
 
কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ ডিসেম্বর।

বঙ্গজের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

বঙ্গজের পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির অর্থবছর শেষ হয়েছে গত ৩০ জুন। কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ডিসেম্বর।  

বাংলাদেশ সময় : ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।