ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

‘রিহ্যাব ভিশন ২০১০’ আবাসান মেলায় কনকর্ডের নানা পসরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১০
‘রিহ্যাব ভিশন ২০১০’ আবাসান মেলায় কনকর্ডের নানা পসরা

ঢাকা: ‘রিহ্যাব ভিশন ২০১০’ আবাসন মেলায় বড় আকারের পসরা সাজিয়ে বসেছে কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।

প্রতিষ্ঠানটি মেলায় নিয়ে এসেছে ৪০টি প্রকল্পের অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস।

এসব প্রকল্পে বুকিং দিলেই গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষনীয় ছাড় ও উপহার।

প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘মেলায় গ্রহকদের এক থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। সেই সঙ্গে রয়েছে প্রতিটি বুকিংয়ের জন্য আকর্ষনীয় ডিনার সেট। ’

তিনি আরও বলেন, ‘মেলায় দেশের প্রথম স্যাটেলাইট সিটি কনকর্ড লেকসিটিতে এক হাজার রেডি ফ্যাট রয়েছে গ্রাহকদের জন্য। ’

এছাড়া ঢাকার বিভিন্ন লোকেশনে ৫৯০ থেকে শুরু করে ৩৭০০ বর্গফুটের ফ্যাট ও এক হাজার থেকে আট হাজার বর্গফুট পর্যন্ত অফিস স্পেস রয়েছে বলেও জানান তিনি।

লেকসিটিতে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, স্যুয়ারেজ স্টেটমেন্ট প্ল্যান্ট, স্কুল-কলেজসহ সকল নাগরিক সুবিধা রয়েছে। এছাড়া আশুলিয়ায় কনকর্ড রিসোর্টে রয়েছে স্বতন্ত্র সব ডুপ্লেক্স বাংলো।

তিনি বলেন, ‘এখানে সকল অত্যাধুনিক নাগরিক সুবিধার প্রতিটি দুই থেকে পাঁচ কাঠার বাগানসহ ডুপ্লেক্স বাংলোর দাম রাখা হয়েছে দুই কোটি থেকে পাঁচ কোটি পর্যন্ত। ’

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।