ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ট্রানজিট ব্যবহার করলে ভারতকে ফি দিতে হবে: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০
ট্রানজিট ব্যবহার করলে ভারতকে ফি দিতে হবে: অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করতে হলে ভারতকে অবশ্যই ফি দিতে হবে। ’

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



বৈঠকে আইএমএফ’র মিশনপ্রধান ডেভিড কয়িন উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এখন নৌপথ ও রেলপথে পণ্য পরিবহনে শুল্ক আদায়ের বিধান থাকলেও ট্রানজিট ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের কোনো  বিধান নেই। তাই এ বিষয়ে একটি নীতিমালা তৈরি করা হবে। ’

মন্ত্রী বলেন, ‘যেহেতু অন্য একটি দেশ আমাদের অবকাঠামো ব্যবহার করবে এবং এর রক্ষণাবেক্ষণ ব্যয় রয়েছে, সেহেতু অবশ্যই তাদের ফি দিতে হবে। ’

ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ একটি ট্রানজিট দেশ উল্লেখ করে ট্রানজিটের বিরোধিতাকারীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘এর মধ্যে যারা রাজনীতি খোঁজে তারা বোকা। ’

এছাড়া আইএমএফ বাংলাদেশকে ১’শ কোটি টাকার সুদমুক্ত ঋণ দেবে বলেও জানান অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪১৭, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।