ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিএসএমএমইউ-কে ডাচ-বাংলা ব্যাংকের ২ কোটি টাকা অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র এ ব্লকের অব্যবহৃত অডিটোরিয়ামের আধুনিকায়ন ও সংস্কারের জন্য ডাচ-বাংলা ব্যাংক ২ কোটি টাকা অনুদান দিয়েছে।

সোমবার বিএসএমএইউ’র মিল্টন হলে ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।



অনুদান সম্পর্কে উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, ‘মিলনায়তনটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। এটির সংস্কার ও আধুনিকায়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চাওয়ার প্রেক্ষাপটে ডাচ- বাংলা ব্যাংক এগিয়ে এসেছে। ’

ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ, ‘করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে এ অনুদান  দেওয়া হয়েছে। ’

অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডা. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কেএস তাবরেজ ও মোসাদ্দিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।