ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ার বাজার: আইপিও প্রসেসিং-এর সময় কমিয়ে আনা হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১০

ঢাকা : নতুন কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে (আইপিও প্রসেসিং) সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।



সোমবার এসইসি’র এক পরামর্শক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসি’র সদস্য মনসুর আলম বৈঠকে সভাপতিত্ব করেন।  

বৈঠক সূত্র জানায়, গঠিত কমিটি যত দ্রুত সম্ভব এ সংক্রান্ত একটি সুপারিশমালা তৈরি করে তা এসইসিকে হস্তান্তর করবে এবং সেই সুপারিশের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, বর্তমানে কোনো একটি কোম্পানির আইপিও প্রসেসিং-এ ৪৫ থেকে ৫৫ দিন পর্যন্ত সময় লাগে।  

এছাড়া আরো দু’টি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর একটি হচ্ছে - ব্রোকারেজ হাউজগুলোকে আন্ডার রাইটার ক্ষমতা প্রদান ও অপরটি হচ্ছে শেয়ারের অতিমূল্যায়ন রোধে সার্কিট ব্রেকারের আদলে প্রতিটি শেয়ারের সর্বোচ্চ মূল্যসীমা (প্রাইস ব্রেকার) বেঁধে দেওয়া।

কোনো শেয়ারের আইপিও-তে শেয়ার সংখ্যার তুলনায় কম আবেদন জমা পড়লে আন্ডার রাইটার ক্ষমতা বলে ব্রোকারেজ হাউজগুলো সেই অ-বিক্রিত শেয়ারগুলো কিনে নিয়ে পরে তা বাজারে বিক্রি করে দিতে পারবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘন্টা , নভেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।