ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মিজানুরের পরিবারকে ১০ লাখ টাকা দিলো ডাচ-বাংলা ব্যাংক

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
মিজানুরের পরিবারকে ১০ লাখ টাকা দিলো ডাচ-বাংলা ব্যাংক

রাজশাহী: ইভ টিজিংয়ের প্রতিবাদ করে ইভটিজারদের হাতে নিহত নাটোরের বাগাতিপাড়া উপজেলার কলেজ শিক্ষক মিজানুর রহমানের পরিবারকে ১০ লাখ টাকা দিয়েছে ডাচ-বাংলা ব্যাংক।

ব্যাংকটির রাজশাহী শাখার ব্যবস্থাপক এবিএম মামুনুল কবির মঙ্গলবার বিকেলে মিজানুর রহমানের গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চকলীপুর গ্রামে গিয়ে তার স্ত্রী রাজিয়া সুলতানা মিলির হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।



এ সময় মিজানুর রহমানের মা জাহেরা বেগম, শিশু কন্যা নুসাইবা রশিদ মম, কলেজ অধ্য মতিউর রহমান, স্থানীয় ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তজিম উদ্দিন এবং মিজানুর রহমানের সহকর্মী ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
দু:সময়ে পাশে দাঁড়ানোর জন্য ডাচ-বাংলা ব্যাংককে ধন্যবাদ জানান মিজানুর রহমানের মা।

এবিএম মামুনুল কবির বলেন, মিজানুর রহমানের শিশু সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ডাক-বাংলা ব্যাংক তাদের আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরে ডাচ-বাংলা ব্যাংক গর্বিত।

তিনি বলেন, ‘জীবন দিয়ে মিজানুর রহমান যে প্রতিবাদ করে গেলেন তা আমাদের সবার জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।