ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঢাকা স্টক একচেঞ্জে শেয়ার লেনদেনের নতুন রেকর্ড

এসএম গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
ঢাকা স্টক একচেঞ্জে শেয়ার লেনদেনের নতুন রেকর্ড

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ আবারও শেয়ার লেনদেনে নতুন রেকর্ড হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে প্রথমবারের মতো লেনদেন ২ হাজার ৮ শ’ ৩৬ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে।

এটি একদিনে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। আগের রেকর্ড লেনদেন থেকে এটি প্রায় ৩৬ কোটি টাকা বেশি।

এর আগে গত ৭ অক্টোবর ডিএসইতে সর্বোচ্চ ২ হাজার ৮০১ কোটি টাকার লেনদেন হয়।

মঙ্গলবার ডিএসইতে শুধু আর্থিক লেনদেনে ছাড়াও বাজার মূলধন ও উভয় সূচক বৃদ্ধিতে নতুন রেকর্ড হয়। সেইসঙ্গে বাড়ে বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে লেনদেন হওয়া ২৪৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২ টির। কমেছে ১০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টি কোম্পানির শেয়ারের দাম।

সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭৬ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৮১৭ দশমিক ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজার মূলধন প্রথমবারের মতো ৩ লাখ ৩৪ হাজার ৭৭৫ কোটি ৯৭৯ লাখ টাকায় উন্নীত হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সামান্য হোঁচট খেয়েছে জ্বালানি খাতের শেয়ারের দাম।

রেকর্ড লেনদেন প্রসঙ্গে ডিএসইর সাবেক সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বাংলানিউজকে বলেন, বাজারে নগদ অর্থের সরবরাহ প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকদিন ধরে বাজার ঊর্ধমুখী থাকায় প্রফিট টেকিং (লভ্যাংশ তুলে নেয়া) হচ্ছে।

তিনি বলেন, ‘এ কারণেই লেনদেন বেড়ে গেছে। তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। বাজার স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক নিয়মেই প্রাইস কারেকশন হবে। ’
    
মঙ্গলবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০ টি কোম্পানি হলো- তিতাস গ্যাস, প্রাইম ফাইন্যান্স, ইউসিবিএল, পাওয়ার গ্রিড, পিপলস্ লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লি., বেক্সিমকো লি., বেক্সটেক্স, শাহজালাল ইসলামী ব্যাংক লি., এবি ব্যাংক ও শাইনপুকুর সিরামিকস্।

অন্যদিকে দর বৃদ্ধিতে আজকের প্রধান ১০ টি কো¤পানি হলো- ইমাম বাটন, উত্তরা ব্যাংক, মিথুন নিটিং, দেশ গার্মেন্টস, বঙ্গজ, বে-লিজিং, আইপিডিসি, সায়হাম টেক্সটাইল, উসমানিয়া গ্লাস ও ডেল্টা ব্র্যাক হাউজিং।

দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো- এক্সিম ব্যাংক, মেট্রো স্পিনিং, ঢাকা ডাইং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ৩য় আইসিবি, বিডি ওয়েল্ডিং, বিজিআইসি ও ২য় আইসিবি।

বাংলাদেশ সময়:  ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।