ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

তিন মাসের মধ্যে শেয়ার ছাড়বে ২৫/২৬টি সরকারি প্রতিষ্ঠান: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
তিন মাসের মধ্যে শেয়ার ছাড়বে ২৫/২৬টি সরকারি প্রতিষ্ঠান: অর্থমন্ত্রী

ঢাকা: আগামী তিন মাসের মধ্যে রাষ্ট্রায়ত্ত ২৫ থেকে ২৬টি প্রতিষ্ঠান শেয়ার ছাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার জাতীয় প্রেসক্লাবে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের ‘অর্থনৈতিক অবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এ তথ্য জানান।



দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অর্থমন্ত্রীর মতামত জানতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘ধারণা করা হচ্ছে অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণে কিছুটা সময় লাগবে। তবে আশা করা যায়, আগামী জুন নাগাদ আমরা বলতে পারব যে আমাদের এ মন্দা নেই। ’

মুদ্রাস্ফীতির ব্যাপারে মন্ত্রী বলেন, ‘মুদ্রাস্ফীতির ব্যাপারটি আশঙ্কার মধ্যে রয়ে গেছে। তবে আমরা এটিকে আয়ত্বে রাখার চেষ্টা করছি। ’

মূল্যস্ফীতির কথা স্বীকার করে মুহিত বলেন, ‘দেশে মূল্যস্ফীতি রয়েছে। এর মূল কারণ খাদ্যদ্রব্য। আমাদের দেশে এ বছর যদিও খাদ্ দ্রব্য বেশি ছিল, কিন্তু আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে আমাদের দেশেও তা বেড়ে গেছে। ’

এ বছর ভর্তুকি বেশি হবে জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে খাদ্য খাতে এর পরিমাণ বেশি হবে। ’

বিদ্যুৎ সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘২০১২ সালের মধ্যে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে আশা রয়েছে তা উপহার দেওয়া যাবে বলে আশা করা যায়। ’


সেইসঙ্গে ২০১৫ সালের মধ্যে বিদ্যুতের সব সমস্যার সমাধান হবে বলেও মন্ত্রী আশা করেন।

দেশের উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ পর্যায়ে শতকরা একশ ভাগ গ্রামীণ বিদ্যুৎ চালু করতে হবে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, ‘গত দু’ বছরে পল্লী উন্নয়ন অনেক বেগবান হয়েছে। অর্থনীতিকে এমনভাবে বিস্তার করতে হবে যেন গ্রাম পর্যায়েও তার বিস্তার ঘটে। ’

মানবসম্পদ উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, ‘মানবসম্পদ উন্নয়নের বিষয়টি সরকারের পরিকল্পনায় সবচেয়ে উপরে রয়েছে। এখানে আমাদের অর্জন খারাপ নয়। এমনকি ভারত থেকে আমাদের মানব উন্নয়ন অনেক ভালো। ’

তবে মন্ত্রী দেশে পরিবার পরিকল্পনার কার্যক্রমকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি আরও নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংয়ের কার্যক্রম পর্যাপ্ত নয়। ’

তবে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লাখ বলে যে হিসাব দিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) তার সমালোচনা করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘এ পরিসংখ্যান মোটেও গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে তাদের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। একটি দুষ্টচক্র গত ৮/১০ বছর ধরে এ ষড়যন্ত্র চালাচ্ছে। ’

এ বিষয়টি নিয়ে আগামীকাল বা পরশু বসা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

জ্বালানি সঙ্কট কমানোর লক্ষ্যে সরকার বিশেষ নজর রাখছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘খুব তাড়াতাড়ি বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হবে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন ইকোনোমিক্ রিপোর্টার্স ফোরামের সভাপতি মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবু কাউসার।

বাংলাদেশ সময়: ১৫৫২, ২৪ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।