ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গ্রামপর্যায়ে ঋণের পরিমাণ বাড়াতে হবে: গভর্নর

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০
গ্রামপর্যায়ে ঋণের পরিমাণ বাড়াতে হবে: গভর্নর

যশোর: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আমাদের ল্য গ্রামীণ পরিবেশ নির্ভর বাংলাদেশকে পুনরুজ্জীবিত করা। আর তা করতে হলে গ্রামপর্যায়ে খেটে খাওয়া মানুষের মধ্যে সহজ শর্তে ঋণ কার্যক্রম চালু করতে হবে।

গ্রামের অর্থনীতি চাঙ্গা করলেই দেশের অর্থনীতি সচল করা সম্ভব।
 
গভর্নর শনিবার সকালে যশোরের চৌগাছা উপজেলার সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ন্যাশনাল ব্যাংক আয়োজিত কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘পুরনো ধারণা পাল্টে ব্যাংকের কার্যক্রম চালাতে হবে। সাধারণ উদ্যোক্তা বলতে গ্রামের কৃষকদের মধ্যে সহজভাবে ব্যাংকিং সেবা পৌঁছে যায় সে লক্ষ্যে কাজ করতে হবে। ’
 
ড. আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, শিল্পের কাঁচামাল সরবরাহ, আমদানি হ্রাস এবং রপ্তানি বৃদ্ধি করে টেকসই অর্থনৈতিক অগ্রযাত্রার ভিত্তি গড়ে তুলতে কৃষিখাতের উন্নয়নের কোনো বিকল্প নেই। এরইমধ্যে সর্বোচ্চ ১২ হাজার ৬শ’ ১৭ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ’
 
রসুন, পেঁয়াজ, ডাল প্রভৃতি ফসল উৎপাদনে মাত্র দু’শতাংশ হারে ঋণ প্রদানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘বিদেশ থেকে যাতে আমদানি করতে না হয় সে জন্য এ ধরনের ফসল বেশি করে উৎপাদন করতে হবে। ’

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীর অধিকাংশই কৃষক পরিবারের সন্তান। তাই আপনারা হচ্ছেন অর্থনৈতিক মুক্তির মুক্তিযোদ্ধা। ’

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম শফিকুর রহমান, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এম মনিরুজ্জামান, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার বণিক, উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, জহিরুল ইসলাম বাবুল, আল্পনা পান্ডে মিশ্র, আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান সাদিপুর মাঠে সফল কৃষকের সবজিতে পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।